বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
প্রিয় বাইকার ভাইয়েরা
অত্যান্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে আসছে আগামী ২১-১১-২০২৪ ইং বৃহস্পতিবার আমরা নীলফামারী বাইকার্স ক্লাব
আপনাদের কে নিয়ে গ্রুপের পক্ষ থেকে (ওয়ান নাইট স্টে) ট্যুর প্লান করেছি,
দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার দর্শনীয় স্থান স্বপ্নপুরী এবং রাতে সেখানকার রিসোর্ট এ থাকবো।
যাওয়া আশা মিলিয়ে ১২৫+- কি.মি. হবে।
ট্যুর শুরু হবে দুপুর ৩:০০ ঘটিকায় এবং আমরা নীলফামারী ফিরে আসবো পরের দিন ২২-১১-২০২৪ তারিখ (শুক্রবার) বিকেল ৪:০০- টার মধ্যে ইনশাআল্লাহ।
মিটআপ পয়েন্টঃ (বড় মাঠ নীলফামারী)
দর্শনীয় স্থানঃ
সম্পুর্ণ স্বপ্নপুরী
নিয়মঃ
১. বাইক এবং নিজের জরুরি পেপার্স অবশ্যই সাথে রাখতে হবে।
২. ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
৩. গ্রুপ প্রতিনিধির কথা অবশ্যই মানতে হবে।
৪. অবশ্যই সেফটি অবলম্বন করতে হবে।
৫. ফুল ফেস হেলমেট অবশ্যই থাকতে হবে।
৬. পিলিয়ন যদি থাকে, তাকেও হেলমেট ব্যাবহার করতে হবে।
৭. বিকেলের নাস্তা, রাতের খাবার, সকালের নাস্তা এবং থাকা মিলে ১৩০০/- টাকা। প্রতিজন ১৮-১১-২০২৪ ইং তারিখের মধ্যে দিয়ে দিতে হবে।
৯. অনাকাঙ্ক্ষিত কোন প্রকার এক্সিডেন্ট হলে
#এন_বি_ছি, দায়ি থাকবে না, ইনশাআল্লাহ কমান্ট মানলে এমন হওয়ার চান্স নাই।